ওগো নিশীথিনী,
কেন ডাকিয়াছো মোরে তব তোমা নিকুঞ্জকাননে?
কেনই বা রহিয়াছো নিরব এই সংগোপনে?
কেন তুমি লুকোচুরি করিয়াছো মনের অন্তরালে?
কেন আমি তোমায় ভাবিয়া মরি এই বিরলে?


ওগো নিশাচর,
বুঝো নাই তুমি, এ নিকুঞ্জকাননের মানেটা কি?
গোপন প্রিয়ার সঞ্চারী নিরবতার অনুভূতি,
লুকোচুরি আবেগে অন্তরালে তুমি বিহনে হায়!
আমিও ভাবিয়া মরিতেছি অন্তর জ্বালায়।


চলবে..............................................