অফুরন্ত সময় মহাকাল হয়ে চলে যায়-
বিবর্তনের ধারায়,প্রতিভা তাঁর কর্মটাকে
বাঁচিয়ে রাখে জ্ঞানের অনুসন্ধানে,
অমর হয়ে থাকে সে তাঁর কর্মের ফসলে
জীবনের  ক্ষণিকের এক মহৎ অবদানে।
কখনো কিছু বাধা-কটূক্তি-
কখনো নিরোৎসাহিতের গন্ডিতে আবদ্ধ হয়ে
প্রতিভা ডুবে যায় অন্ধকারের অতল গভীরে,
সঙ্গীহীন জীবনে, নিসঙ্গতায় পড়ে
প্রতিভা অপমৃত্যুর স্বাদকে গ্রহণ করে।
ফলে কর্মের ফসলকে নীড়ে না তুলে-
মহাকালের স্রোতে সে হারিয়ে যায়,
জীবন সীমান্তের এক শেষ তরীতে।
কে বা দায়ী এ অপমৃত্যুতে?
সমাজ ব্যবস্থা,মহাকাল নাকি প্রতিভা নিজেই?