সন্ধা নেমে রাত ঘনিয়ে আসে-
                                        কল্পনার তরে!
স্তব্ধ আকাশ! তারাগুলো জ্বলছিল-
                                          মিটমিট করে।


রাত্রিতে বাঁশবাগান, জোনাকির আলোয় শোভামান
তিমিরে জ্যোতি নিয়ে খোঁজছে তারা,
                                          প্রীতির সন্ধান।
হাসনাহেনার সুগন্ধে সুভাসিত রজনী
নিশিতে শশীর উজ্জল প্রতিচ্ছবি,
                                       এই স্রোতস্বিনী।


পিদিমের আলোতে পদ্মার প্রবাহিনীতে
                                     নাউ বাইছে কারা?
মৃদু মৃদু আওয়াজে ঝাঁক বেধে-
                             ছুটে চলছে ইলিশের ধারা।
কালোমেঘে লুকোচুরি খেলে ইন্দু
কালোমেঘ বলে, ইন্দু আমার ক্ষণিকের বন্ধু।


কাজলকালো দীঘিজলে ফুটে আছে কমল
জ্যোৎস্নালোতে দীঘিজল করে টলমল,
দীঘিতে স্নান করে যেন রূপকথার পরী
                    লাল পরী, নীল পরী, সবুজ পরী-
                            চালায় যে এক অপূর্ব তরী।


রাতের সমুদ্র-সৈকতে আঁচড়ে পরে বিশাল জলরাশি
                    কলকল শব্দে বাজে সাগরের বাঁশি
                    সৃষ্টিকর্তার সৃষ্টি নিশি নামের পাখি,
বিশ্ব পরিচালকের অনুগ্রহে জুরায় রাতে,
                    প্রকৃতি বুজে তার দৃষ্টিমেলা আঁখি।


রচনাকাল: ০৫/১২/০৯