শিল্প নিজে নয়,
শিল্পীই শিল্পকর্মের প্রাণ
শিল্প কখনোই পারে না
নিজেকে সাজাতে,
শিল্পীর হাতের ছোঁয়ায়-
শিল্প পরিণত হয়
নৈসর্গিক রূপে ।
তবে শিল্পকর্মই
শিল্পীর বিকাশ ঘটায়।
এরই ধারাবাহিকতায়
শিল্পী পৌঁছে যায়
মনের অরণ্যে,
যেখানে রয়েছে-
শিল্পীর স্বাধীন বিচরণ।
শিল্পী তাঁর শিল্পকর্মকে
প্রকাশ করে তাঁর আবেগের
দৃঢ় প্রত্যয় দ্বারা।
কবির কবিতা শাসন নয়,
কবিতাতেও কবির বারণ নয়,
সব লেখাই হয় না কবিতা।
শুধুই কবির শিল্পকর্মতেই
কবিতা রচিত হয়।    
স্রষ্টা থেকে সৃষ্টি,
সৃষ্টি থেকে শিল্প,
শিল্পী নিজেই সৃষ্টিকে
শিল্পের রূপ দান করে।
আর শিল্পকর্মই শিল্পীকে
চিরঞ্জীব করে রাখে।