শতাব্দীর পরেও রয়ে যাব আমি-
ইতিহাস হব মানুষের মনে মনে,
অথচ তোমার স্মৃতিগুলো ও তুমি?
মুছে যাবে নতুন সময়ের আগমনে।


আজ তুমি কৃত্রিমতাকে ঘিরে-
গড়ে তুলেছ যে লোকালয়,
তোমার অস্তিত্বের দাম্ভিকতায়,
অথচ ক্ষণিকের মহাপ্লাবনে-
নিশ্চিহ্নে তোমার সকল অভিপ্রায়।


আজ আমি শ্বাশত কল্যাণের তরে-
গড়ছি ক্ষুদ্র মহল উত্তম বিশুদ্ধতায়,
আজ তার নাও হতে পারে মূল্যায়ন,
শতাব্দীর পরেও হতে পারে তার সন্ধান।


কৃত্রিমতাকে ঘিরে কিছু বিশাল পাওয়া-
মহাকালে ক্ষণিকের স্রোতেই  ভেসে যায়,
অথচ তিলে তিলে গড়া অপূর্ণ চাওয়া-
অমরত্ব লাভ করে বিশুদ্ধতার ছোঁয়ায়।


কে আমি? করতে পারো অনুসন্ধান-
বর্তমানে নয়ত বা শতাব্দীর পরেও-
কেউ করতে পারে আমাকে উন্মোচন,
শতাব্দীর পরেও রয়ে যাব আমি,
নতুন রূপে অজানা বিশ্বে হবে আমার আগমন।