তুমি আসবে বলে-
      আমি আজো,
তোমাকে নিয়ে,
     কবিতা লিখি।


তুমি আসবে বলে
      টেবিলের উপরে,
পুরানো ডায়রীটা,
         আবারও খুলি।


তুমি আসবে বলে-
      আমি প্রতিদিন,
বাগিচার ফুলেতে,
          জল ঢালি।


তুমি আসবে বলে-
          মালী হয়ে,
তোমারই জন্যে,
          ফুল তুলি।


তুমি আসবে বলে-
      মোর মনেতে,
আবির দিয়ে,
    আলপনা আঁকি।


তুমি আসবে বলে-
      তোমার দেয়া,
সেই চশমাটি,
       নয়নে আঁটি।


তুমি আসবে বলে-
         পাড়ি দিই,
দিনান্তের গোধূলি,
        নীড়ে ফিরি।


তুমি আসবে বলে-
        বরণ ডালা,
সাজিয়ে রেখে,
   অপেক্ষায় থাকি।


তুমি আসবে বলে-
    কাশফুলের ছোঁয়ায়,
তোমার স্মৃতি,
              নিয়ে বাঁচি।


তুমি আসবে বলে-
       উত্তাল নদীতে,
নদীর ঢেউয়ে,
            পাল তুলি।


তুমি আসবে বলে-
     আকাশের রামধনুতে,
সাতরং এঁকে,
          তোমাকে খোঁজি।


তুমি আসবে বলে-
       বর্ষবরণ দিনে,
তোমাকে রাঙাতে,
         আবির মাখি।


তুমি আসবে বলে-
    কল্পনার স্মৃতিতে,
ভাবনার খেলাঘরে,
            স্বপ্নকে বুনি।


তুমি আসবে বলে-
       তোমারই জন্যেই,
মোর হৃদয়টাকে,
           প্রাণবন্ত করি।


  শুধু তুমি আসবে বলেই,
  শুধু তুমি আসবে বলেই,
  শুধু তুমি আসবে বলেই।