ছোট ছোট স্বপ্নে গড়ে ওঠে বড় স্বপ্ন-
কখনো কখনো বড় স্বপ্ন গড়তে ছোট স্বপ্ন থাকে অপূর্ণ।
অথচ ছোট ছোট স্বপ্ন বড় স্বপ্নের অংশ কোন,
এ যেন ভয়ংকর সুন্দর, কঠিনতম বাস্তবতায় ভিন্ন।
কখনো কখনো ভেঙে যায় না হয়ে পূরণ
এমনকি উচ্চস্তরে পৌঁছে যায় লয়ে ত্বরণ।
সব স্বপ্ন হয় না পূরণ, এ যেন মিথ
স্বপ্ন শুধু অলীকই নয়, স্বপ্ন বহন করে ভবিষ্যতের ইঙ্গিত।


রচনাকাল: ২৮/১০/২০১৮ ইং