বনোবহ্নিতে নিঃশেষ হয়ে যায় জীবন সীমান্ত,
আগ্নেয়গিরির বিক্ষিপ্ত লাভায় ভেঙে যায় স্বপ্ন।
বর্ণিল স্বপ্নের মিছিলে বিবেকের প্রান্তর আহত হয়,
ধু-ধু তমসাময় গ্রাস করেছে জীবনের সব অধ্যায়।
স্বতঃস্ফূর্ততা আর প্রাণের কোলাহল স্তব্ধ হয়ে যায়,
শিকড়ের টানে আধুনিকতাও রয়ে যায় নিশংসতায়।
পুষ্পপুঞ্জেরা হায়! আজি হারিয়েছে নিজস্ব সক্রিয়তা,
নির্নিমেষ চোখে ভয়াল ভরাডুবিতে সন্তর্পণে স্তব্ধতা।
কাঙ্খিত প্রতীক্ষায় অপেক্ষারত দিনান্তের নিশাচর,
তবুও হায়! অলখের অন্তরালে ছুটি জীবন বরাবর।
অল্পবিদ্যা আর অহংকারে শঙ্কিত হই প্রতিদিন,
সক্রিয়তা হারিয়ে উন্মাদ হই সবাই জ্ঞান বিহীন।
ইচ্ছা-অনিচ্ছায়, আগ্রহের অনিশ্চয়তায় হয় পণ্ডশ্রম,
আপনাকে জ্ঞানী শুধায়, অথচ নির্বোধ সে, বিভ্রম!
স্বতঃস্ফূর্ততা নিঃশেষ হয় জরাজীর্ণ জীবনানুভূতিতে
অহর্নিশ দংশনে জর্জরিত হয় বিবেক, নিশ্চিহ্নতাতে!