যে রবি আঁধারে চলার পথ সৃষ্টি করে, সেই তারুণ্য।
যে তারা নাবিকের গন্তব্য দেখায়,  সেই তারুণ্য।
যে বায়ু প্রলয়োল্লাসে এগিয়ে চলে, সেই তারুণ্য।
যে ফুল সৌরভে ভরে দেয় বাতাস, সেই তারুণ্য।
যে জলধারা পাহাড়ের বুক ধিকধিক করে, সেই তারুণ্য।
যে যুবক স্বপ্নে মেতে উঠে বিজয়োৎসবে, সেই তারুণ্য।
যে যুবতী মাতৃত্বের কষ্ট উপভোগ করে, সেই তারুণ্য।
যে শিশু স্বপ্নের নৌকা ভাসায় দিগন্তে, সেই তারুণ্য।
তারুণ্যই পৃথিবীর প্রাণ, তারুণ্যই জীবনের সৌন্দর্য।
তারুণ্যের হাতেই নিশান উড়ে সংকল্পের প্রেক্ষাপট।
আর তারুণ্যের কণ্ঠেই বেজে উঠে জয়গানের ধ্বনি।