আমি শব্দহীন!
আমি নিঃশব্দ!
আমি শব্দহীন!


তবে আমার মনেতে
হাজারো শব্দের আনাগোনা,
বিবেকের প্রান্তরে-
শব্দগুলো আহত হয়।
তবুও যেন,
আমি শব্দহীন!
আমি নিঃশব্দ!
আমি শব্দহীন!


তবে আমার শব্দগুলো
হৃদয় বিদারক হয়,
মর্মান্তিক কষ্টের হয়!
কষ্টে আমি চিৎকার করতে চাই।
তবুও যেন,
আমি শব্দহীন!
আমি নিঃশব্দ!
আমি শব্দহীন!


তবে শব্দের স্রষ্টা হয়েও
আমি নিস্তব্ধ!
আমাকে কেউ বুঝে না,
আমি যে হয়ে যাই আবেগাপ্লুত।
তবুও যেন,
আমি শব্দহীন!
আমি নিঃশব্দ!
আমি শব্দহীন!


তবে বুকের ভিতরে ছুটে চলে
হাজারো শব্দ!
তবুও আমি শব্দহীন,
সবাই আমাকে কবি বলে জানে।
তবুও যেন,
আমি শব্দহীন!
আমি নিঃশব্দ!
আমি শব্দহীন!


তবে আমি ছন্দহীন হলেও
মনে চলে হাজারো শব্দের খেলা,
আমি আমার মনেতে,
হাজারো শব্দ নিয়ে খেলা করি।
তবুও যেন,
আমি শব্দহীন!
আমি নিঃশব্দ!
আমি শব্দহীন!


যে শব্দ এক বুক ব্যথা!
যে শব্দ এক বুক জ্বালা!
যে শব্দ এক বুক কান্না!
যে শব্দ এক বুক মায়া!
তবুও যেন,
আমি শব্দহীন!
আমি নিঃশব্দ!
আমি শব্দহীন!