কত দিন, কত রজনী!
কত দিবস, কত মাস!
কত যে বছর!


আমি অপেক্ষা করে বসে আছি,
আরও থাকতে পারি সহস্র বছর।
তুমি আসবে বলে-
ভালবাসবে বলে,
নিয়ে আসি একরাশ রজনীগন্ধা ফুল
হাজারো বেলা শেষে।


তোমারই অপেক্ষায় নিমগ্ন থাকি কবিতার প্রহারে
নিকুঞ্জ বিতানে, নিখিল ভুবনে-
ভেসেছি তোমার আসার এক সময়ের কালাক্রমে।
জানি অপেক্ষা শব্দটা বেশ কষ্টের হয়!
জানো আজো আমার অপেক্ষাটাও দীর্ঘ হয়,
তবুও যেন মনের গহীনে কড়া নাড়ে অসীম শূণ্যতা,
এ যেন বেঁচে থাকার অভিনয়, স্মৃতিময় কবিতার নাট্যমঞ্চে।


জানো আজো আমার অপেক্ষা করতে কষ্ট হয় না,
শুধু এ ভেবে কষ্ট পাই-
যখন মনে হয় তোমাকে কাছে পাবো কি না!
তুমি কি বুঝো না?
আমার হৃদয়পটে তোমার কতটা বসবাস!
তুমি কি বুঝো না?
আমার অপেক্ষার মানেটা কি?


আমার অপেক্ষার মানে এই নয় যে-
শুধু সময়ের কালাক্রম,
সময়ের পরিবর্ধন,
আর সময়ের মহাযাত্রা!!
আমার অপেক্ষা-
তোমার খোঁপায় বেলি ফুলের মালা না পরিয়ে দেবার আক্ষেপ,
আমার অপেক্ষা-
তোমার সাথে গোধূলি লগ্নে সূর্যস্নান বিলীন হতে না দেখা,
আমার অপেক্ষা-
তোমার কোলে মাথা রেখে আমার ভাবনার কথাগুলো না বলা।


জানো আজ আমিও তোমার মতোই বড্ড অভিমানি হয়ে গেছি,
তবুও যেন আমাকে কেউ তোমার অপেক্ষা থেকে দমাতে পারে নি।
তোমারই অপেক্ষায় নিমগ্ন হয়ে আমার লেখা-
যত গল্প, কবিতা!
আজো তারাও অপেক্ষা করে।
তুমি আসবে বলে,
ভালবাসবে বলে,
হাতে হাত রাখবে বলে,
তুমি ছাড়া দিনান্তের গোধূলিতে আর সূর্যাস্ত দেখা হয় না।
কোন একটা মেয়ের অপেক্ষায়,
যে কি না অপেক্ষাকেও পছন্দ করে,
আমিও তাই তোমারই অপেক্ষায় নিমগ্ন থাকি বিভোর
আসো এই অপেক্ষা উপেক্ষা করে
একীভূত হই দুটি মনের তাড়নায়।
********************