আমি শূন্যের মাঝে-
আলোক উজ্জ্বল বর্ণালী,
শূন্য হতে উদয়,
জন্ম থেকে কবর পর্যন্ত
আমি সৃষ্টিতে বিস্ময়।
আমার মহাবিশ্বকে জানার
অতৃপ্ত আকাঙ্খা,
করি সত্যের সন্ধান,
আমার লক্ষ্য-
অতি নগন্য নয়,
আমি স্বর্গের মত মধুময়।
আমি মহান প্রভুর
অক্ষত  বাণীর শান,
আমি মহৎ পুরুষের
সর্বশ্রেষ্ঠ বয়ান,
আমি পরিশুদ্ধির
বিশুদ্ধ আহ্বান।
আমি অন্ধের দৃষ্টি,
আঁধারে আলো,
আমি জন্মেই শুরু বলে-
মরণেই শেষ নই,
আমিই প্রভুর সৃষ্ট
উত্তম প্রজ্ঞা।