আজ বিকেলটা অন্য রকম ছিল
ছিল আকাশের বুকে মেঘের ছিন্ন সাড়ি,
সাড়ি দিয়ে সাজানো চাওয়া না পাওয়া নীহারিকা
নীহারিকার খোঁজ চলে অন্তরীক্ষে ছায়া পথে।


পথের সীমান্তে মন আষাঢ় বৃষ্টির সঙ্গী
সঙ্গী হয়ে বয়ে চলে পূবালী বাতাস,
বাতাসের সাথে কথা বলে ভাটিয়ালী সুর
সুরের আবেশে মন ভিজে আজ অন্য রকম বিকেলে।