কথা হয়েছিল,
দেখা হবে পলাশের আবির রাঙা আকাশ তলে
কথা হয়েছিল,
জোনাকি হব তারাদের আলপনা আঁকা সন্ধ্যা সাজে।


কথা হয়েছিল,
ভেসে যাব নীল নীলিমার অকুল দরিয়ায়
কথা হয়েছিল,
নিখোঁজ হব ফাগুন মেলায় সুরের ওই ভুবন ডাঙায়।


কথা হয়েছিল,
তোর্সা পাড়ে একসাথে বসে মেঘ বৃষ্টির গল্প করব
কথা হয়েছিল,
মন হারানোর রৌদ্র ছায়ায় ভাঙা ঘাটের নীড়ে খেয়ার কথা শুনব।


কথা দিয়েছিলে,
চৈত্রের শেষ গোধূলি বেলায়
বৈশাখী ভোরের স্নিগ্ধ প্রথম আলোক মালায়,
দেখা হবে তোমার সাথে জগৎ জোড়া মায়ার খেলায়।