দীপ জ্বলা সাঁঝের অসীম মায়ায়,
স্রোতের তোড়ে তরী আসে ভেসে
ওপারে তে রয়েছে বসে স্বজন আপন,
বেলা শেষের বালুকা বেলায় ।


মরু মাঝে স্নিগ্ধ ভোরের আলোয়,
তপন যেন উটের পিঠে সাজি
দৃষ্টি মেলা দিগন্তে খেয়া ভাসি,
বেলা শেষের বালুকা বেলায় ।


নবান্নের দেশে শীতল হাওয়ায়,
বিনি ধানের ক্ষেত যেথা আকাশ মিশে
নদীর বুকে ভেলা ভাসে,
বেলা শেষের বালুকা বেলায় ।


প্রান্তর শেষ বটের ছত্র ছায়ায়,
জগৎ মাঝে মায়ার খেলায়
ঘাটের কোলে ভেড়ে আমার নাও,
বেলা শেষের বালুকা বেলায় ।