মন হারানোর মন খুঁজি
শাল পিয়ালের বন,
মত্ত দামাল দখিন বাতাস
নীলার জন্য মন কেমন।


মন খারাপ সকাল সাঁঝে
চাঁদের গায়ে আলপনা আঁকা,
রাতের নীচে ক্ষুধার বাসা
চোখের কাজল কান্না ভেজা।


আমি আছি অনেক কাছে
মনে করো মনের দোরে,
ঠোঁটের লেখা পড়ে মনে
ইচ্ছে কুসুম কল্পনা করে।


মেঘের পরে মেঘ জমেছে
গানের ভেলা পাল তুলেছে,
সুরে সুরে ভুবন ভোলা
মন হারানো মনের খেলা।


নীলার সাথে হয়নি কথা  
মনের কথা মনেই গাঁথা,
গন্ধরাজ তো রাতেই ফোটে
রাতেই মনের স্বপ্ন দেখা।