পুবের খোলা জানালা,
জানালায় সবুজ পত্রের সারি,
শরতের আকাশে সাদা কালো মেঘ
ভেঙ্গে ফেলা ফোটো ফ্রেম,
স্নিগ্ধ সকাল, ভিন্ন পথের দিশারী।


খালি খালি লাগে মন,
মনে আছে কিনা জানি না
না হলে মনে করিয়ে দিয়ে যাবে,
যাবে বলে কথা দিয়েছে বনলতা
বনলতার সঙ্গে নইলে আড়ি।


আঁধার রাতে তারাদের আলপনা
আলপনা আঁকা লক্ষীর পিঁড়িতে,
পিঁড়ির পাশে পিদিম জ্বলে
জ্বলে আগুন হোমকুন্ডে আর রোমকূপে,
রোমকূপে ঘি ঢালে কামিনীর পুজারি।


ফিরে ফিরে আসে ভোর
ভোরের জানালা খোলা,
খোলা জানালায় সবুজ পত্রের সারি
লেখার টেবিলে তোকে লেখা খোলা চিঠি,
রং আসমানী।