চৈত্রের শেষ
পলাশের ডালে রক্তের আভা,
রক্তিম রেশ ছড়িয়ে আছে
পশ্চিম আকাশে।


অস্তাচলে অরুণ
মায়াবী তার নেশা,
শেষ বিকেলের আলোয়
পাখিরা বাসায় ফেরে,
নদীর জলে একাকী পানসি ভাসে
মাঝি গায় ঘরে ফেরার গান।


আগামীর সকাল নব কিরণের
পয়লা বৈশাখের শান্ত প্রাতে,
নীলার এলোচুলে আলগোছে জড়িয়ে থাকা
ঘুম ভাঙা ভালোলাগা,
ভালোবাসা।