একাকী অনেকটা পথ পিছনে ফেলে এগিয়ে এসেছি, নীরব নির্জনে,
কালো করে আছে আসমান,
নির্জন পাড় ভাঙ্গা কূলে তীব্র আক্রোশে আছড়ে পড়ে ঢেউ।
নীড় হারা ঝড়ে হারিয়ে যাওয়া নিজের কাছে নিজেকে খুঁজতে চাওয়া,
একাকী অনেকটা পথ পিছনে ফেলে এগিয়ে
এসেছি, নীরব নির্জনে ।
চালসার সবুজ ঘাসের উপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে,
রাতের আকাশে দেখা উজ্জ্বলিত কালপুরুষ।
জমাট বাঁধা চারপাশে অন্ধকার ভিড় করে আসা,
একাকী অনেকটা পথ পিছনে ফেলে এগিয়ে
এসেছি, নীরব নির্জনে ।
ভোরের শিশিরে ভিজে যাওয়া ঘাসের উপরে,
নগ্ন পায়ে হেঁটে চলা,
ফাল্গুন জ্বেলেছে আগুন,
তোর সাথে কথা এখনও রয়েছে বাকি,
খবর দিয়েছে কৃষ্ণচূড়া ।।