না ঘুমানোর রাত অথবা পর্দার ঘেরাটোপে মোড়া নিরালা দুপুর,
একটা কবিতা লেখা শুধু তোর জন্য,  শুধু তোর জন্য ।


তোর জেগে থাকা, না বলা কথা, অঝোর বৃষ্টির জল
অথবা প্রখর বৈশাখী দুপুর,  তোর চোখের অনেক নীচে জল টলটল,  
একটা কবিতা লেখা তোর জন্য,  শুধু তোর জন্য ।


ভোরের এলোমেলো চুলে, নিশুতি রাতের ঘুমন্ত ঠোঁটের ফাঁকে,  
তোকে জড়িয়ে থাকবে আমার কবিতার শব্দগুলো,  একটা কবিতা লেখা তোর জন্য, শুধু তোর জন্য ।


তোর সাথে দেখা হলে কোনদিন,  গঙ্গার পাড়ে বসে নীল দিগন্তে শেষ বিকালের রঙ দেখব,
রাতের আকাশের দিকে তাকিয়ে অরুন্ধতী আর বশিষ্ঠ কে খুঁজব ।


একটা কবিতা লেখা তোর জন্য,  শুধু একটা
কবিতা।