চরাচর জুড়ে একটি একটি করে তাস সাজিয়ে বসে আছি,
মনের ঘাটে বাটে এসে হাজিরা দিতে এসেছে কতশত প্রশ্ন চিহ্ন।


আলোর রোশনাই খোলা তরবারির মতো চিরে দিয়ে যায় মানব জমিন,
যমুনা পাড়ের বসতি পোড়া গন্ধ টা এখনও মুখবন্ধনি ভেদ করে ভেসে আসে ।


মুঠোফোনে তোর সাথে কথা বলে মন,
ক্ষুধা মেটাতে শরীরটা সরীসৃপের মতো হিলহিলিয়ে চলে গেছে খিড়কি দরজা খুলে।


সরে যেতে গিয়ে দেখা হবে না কোনোদিন বলে বাতিল করে দেওয়া হয়েছে বালখিল্য সংসদ,
তোমার সুরে সুরে সুর মেলাব আন্তর্জাতিক কোন এক দিনে ।


ভালো থেকো, ভালো থাকার টোটকা রাখা থাকে
কোঠিয়া বাবার আস্তানায়,
খেলা শেষের বাঁশি বাজিয়ে চলে গিয়েছে  
বেলা শেষের প্রহরী ।


দেশলাই কাঠি তার কাজ সমাধা করেছে তামাকে আগুন জ্বালিয়ে,
হাপড়ের মতো ওঠা নামা করে বুক
মাঠের ধারে একরাশ কাশফুল ফুটে থাকে ।


কালো হয়ে যায় চরাচর, চরাচর জুড়ে শুধু তাসের মেলা
মেলা সাজিয়ে বসে আছি, উত্তরের খোঁজে প্রশ্নচিহ্নরা মনের মহলে করছে বসে খেলা ।