ফোন করেছিলাম তোমাকে
তোমার সাথে দেখা করার জন্য,
মুঠো ফোন তুলে ব্যস্ত আছ
বলে নামিয়ে দিলে।
ঘটনা বিহীন জ্যৈষ্ঠের নির্জন দুপুরে,
ফোন করেছিলাম তোমাকে
তোমার সাথে দেখা করার জন্য।
আকাশের গায়ে রোদের মেলা
তারারা আছে তারই অন্তরালে,
মুখোশ আমরা সবাই পরি
মনের কথা মনেই গুমড়ে মরে,
যেতে পারলে কবেই যেতাম
আগল ভেঙে ইছামতী পাড়ে,
তোমার কাছে জমা আছে দিনের হিসাব
রাতের কথা কেনই বা তুমি রাখবে মনে।