এক পেয়ালা ধূমায়িত পানীয়ের জন্য টেবিলে অপেক্ষারত এক চরিত্র,  
চোখ বন্ধ ভোরের কাগজের নৌকার মাঝি লিখে চলে চালচিত্তিরের আক্ষ্যান ।


ভালো থাকার দাবীতে কথা বলা নিষেধ করে দিয়েছে ঈগল,
মেঘেদের কোনো খবর নেই, তাদের এগিয়ে আসা শকুন তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পিছিয়ে দিয়েছে ।


তীব্র শৈত্য প্রবাহে জমে গিয়েছে জল, নদী, সমুদ্দুর ও রক্ত কণিকা,
কয়েকটা ছবি তুলে নিয়ে ছাপাখানার পথে,
উড়ে যাচ্ছে বাজ, খবর হবে বলে ।


নিথর আকাশের নীচে নেমে এসেছে অনন্ত কুটিল অন্ধকার,
মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে নিরীহ কিছু চিতলের, কালো চাদরে বন্দি প্রতিবাদ ।


নীরবতার সুর মিলিয়ে গিয়েছে কপট জোছনার
স্বৈরাচারী মুর্ছনায়,
এক পেয়ালা ধূমায়িত পানীয়ের জন্য টেবিলে অপেক্ষারত একটি চরিত্র ।