নিভৃতে নিরজনে রাত বয়ে চলে
চলে গেছে দূরে আরও দূরে তোমার দুটি চোখ,
চোখের আড়ালে রয়ে গেছে ঠোঁটের কোণে ঝুলে থাকা হাসি
হাসির অন্তরালে চাপা পড়ে থাকে ভালোবাসার জলছবি ।


কোনো এক ভোরের আলোয় আলাপ করতে নিরুৎসাহিত রাগিনী,
জল তরঙ্গের ধ্বনি শোনার জন্য অপেক্ষারত জলফরিং,
চিঠির কথা মনে করে ডাকবাক্সর দিকে তাকিয়ে আছে বৃষ্টিভেজা তিস্তা ।


তোমার হয়তো আমাকে নিয়ে বাতাসে উড়তে ভালো লাগে,
লাগে ভালো হয়তো অনেকটা পথ ঘুরতে, ফিরতে, চলতে,
চলতে থাকে মন হারানোর ভালোলাগা ও  
মন খারাপের দিস্তা ।


চিত্র তুলে নিয়ে চলে যাচ্ছে দিন
দিন বিসর্জনের পরে ঢেউ এসে থামে ঘাটে,
ঘাটের কথা বলে মন,
মন আঁধার বাটে ভোর এসে নামে ।