ফুড়ফড়ে মনে চেহারা নিয়ে যখন আকাশের দিকে চেয়ে রয়
সূর্যের আলতো আলো ছুঁয়ে যায় মুখ
মাস্কের ভিতর গোপন কুঠুরি থেকে হাঁচির উৎপত্তি
মুখের মাঝে ফিকে রং যেনো গহ্বরে আবরণে ভরা
মাটির রং লাগিয়ে ছুটে বেড়ানো যায়
খরগোসের পিঠে চড়ে এলাকা ঘুরে দেখা ও মন্দ নয়
তবে হ্যাঁ কবিতায় কোনো ছন্দ খুঁজে পাচ্ছিলো না
গরমের তিক্ততায় কপাল থেকে বুকে ঘামে ভেজে জবজবে রয়
অসুবিধে নেই এ কবিতায় কোনো ছন্দ হবে না কোনো বিভাগ হবে না
অপারগতার স্বীকারোক্তি দুশ্চিন্তায় ভরা পা থেকে মাথা
সবই ডুবতে শুরু করবে কেউ থেমে থাকবে না
কালো অবয়বের মতো নুপুর পড়া
মেঘের মন খারাপ।
মেঘের জন্য তাঁরা রা তাকিয়ে দেখতে পারে না
অভিমানে তিক্ততায়।
এ লেখা আবার অভিমানের নয় বিষন্নতার নয়,
ছায়ার নৃত্য কলহকারণ
কালো ছায়ার মাঝে হারিয়ে
মেঘের ওপারে তাঁরার মতো হারিয়ে
ফেরা হলো না।