ভিজে পরিবেশ ঘাসের আগায় জমে থাকা জল।
আঁধারের হুতুম পেঁচার ডাক।
পূর্ণিমা রাতের জোসনার আলো, জানলা দিকে চাঁদ দেখে হয়তো চাঁদের শরীল কে ছুঁতে চাওয়া।
ফাগুনের হইহই বাতাসে বাগানের রং ওলা ফুল গুলো মিস্টি সুভাস।
হয়তো ফুলের কাছে মিষ্টি আবেদন
নয়তো তোমরা দায়ী।
পর্যবেক্ষন এর জন্য আছো
হয়তো চোখের নীচে পড়ে থাকা কালচে দাগ।
মসৃণ নরম বিছানায় স্পর্শ
অবেলায় ঘুম না আসা তোমরাই দায়ী।
চুলের রং সাদা।
দুমড়ে মুচড়ে যাওয়া হাত।
তাঁরা গুলো আমার দিকে চেয়ে কিছু বলতে চায়।
হ্যাঁ তোমরাই দায়ী শুধু তোমরায়।
অন্ধকারের কালো রং
চেয়ে থাকি আমিও
সুভাসে অনবদ্য তোমরা
তোমরাই দায়ী।
হয়তো ঘটে যাওয়া কোনো অহেতুক ঘটনা
নিরবে চোখ বুঝে থাকার কারন।
বিকেলে মাঠে খেলতে গিয়ে কাকের নোনা জলে ভেঁজা গুড়িতে সুর তোলা কেল্লায় ডুকে হানি করা
দায়ী সবাই দায়ী।