স্মৃতি আমায় হাসায়


স্মৃতির পাতা খুললে আমি বিস্মিত হয়ে থাকি, বাহ্যদৃশ্য দেখে আমি হয়েছি না কতো চঞ্চল।


স্মৃতি আমায় কাঁদায়! স্মৃতি যেন শৈবালের নীড় হয়ে থাকে মনে, ছাত্রজীবনের কত মহিমা প্রাতঃস্মরণীয় হয়ে থাকে। কত হপ্তা ধরে যেন অঘোর হয়েছিলাম আমি, জ্বালাতে পারিনি আলো তবু আমার স্মৃতির পাতা খুব উদ্ভাসিত,


আজগবি কথা নয় কথা কিন্তু সত্য


স্মৃতি আমায় হাসায়


স্মৃতি আমায় কাঁদায়।