যে জানালায় উঁকি দাও
মুখের অবয়ব দেখা যায়।
জানালার ওপারে খালি গায়ের অবয়ব
দুস্থ হাহাকার
পায়ের স্পর্শ
মুখে অনীহা
বোধ হচ্ছে নি শ্বাসে ছোঁয়া লাগে
ছায়া নৃত্য করে,
আবছা আলোয় কুয়াশা জমে
তারাও উঁকি দে।
যে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা
ময়না কোকিল কাক দেখা
শীতল কণ্ঠে চিৎপটাং
অমন করে শুয়ে থাকা
মাথা ধরা,
বদ্ধ রুমে আবদ্ধ
জানালায় হবে সুখ