আজ চাঁদ উঠে নি
খালে ভাটা পড়ে নি,
জোড়া শালিক পাখিটি নীড়ে ফিরে আসে নি, শালিকের মা সারাদিন টেনশনে থাকে,
এখন রাত ১০ বেজে ৫৪ মিনিট।
আকাশে তাঁরা দেখা যাচ্ছে না
মেঘে তাদের লুকিয়ে রাখে
মেঘের সাথে তারার কি সম্পর্ক
আজগবি কিছু?  
ওগোরে বুঝিয়ে দাও।
মেঘে মেঘে বারি খায় ও না।
বৃষ্টি আজ আট মাস ধরে হয় না।
আকাশ আগের মতো কালো দেখা হয়ে উঠে নি
কবে খালে দাপাদাপি করেছি মনে পড়ে না।
রাতের দিকে খালের পাড়ে বসে থেকে থেকে কেমন জানি!  
এ খালের পাড়ে বসে থাকলে নেই
অবছায়ারা ও আছে,
তারাও আমায় ডাকছে।
নৌকা করে ওই পাড়ে নিয়ে যাবে!
কিন্তু
শালিক তো এখনো ঘরে ফেরেনি?  
মনে হয় তারা পালিয়ে বেড়ায় লুকিয়ে বেড়ায়
তার মা যে ডেকে ডেকে মরছে।
এ ভেবে যখনি ঘুম ভাঙ্গে
মতিন মিয়া আমারে ডাক দে
ওই মিয়া এতো কি ভাবো ওঠো!  
সকাল যে হয়ে গেলো!