গল্প কি সাজানোও যায় ?
নাকি কল্পনা গল্প সাজায় !
জানো কল্পনাতে কতো সাজানো গল্প লেখা
লেখা গুলো সব তোমার আঙুল ধরতে চায়।
শীতল হাতটা কেঁপে ওঠে কল্পনায় ।
নিবিড় কালে গড়া শুনে পথ টা হারা হয়ে পাগল আশা শেষে
জড়িয়ে ধরে আছে সেই নীল রং ডায়ারি তে আজো
ডানায়  যতো রং তোমায় নিয়ে।
হলেও হতে পারতো সাজানোর আয়োজন ছিলে খাওয়া তেঁতুলের আগা
ঘন কালো রাতে অসম্ভব রাত জাগা কথায় ফুরিয়েছে সত্যতা।
নিশ্চিত হলে হবে
আর শীতল হাত ও রবে
জানি ফুরাবেনা যদি ফুরা তেও হয় সকল ব্যথা
রাতের শেষে আবার কালো অন্ধকার হয়ে চলা হলেও যদি বেঁচে থাকা যেত
বলছি আমি সব ই আর বিশ্বাস না হলেও
কল্প কথা আমার লিখি
দিলেও যদি হারাবো তোমার নাম ভুলেও যাবো যদি নিয়ন আলো ঘন না হয়
নরম হাত টা  হলো না আর ছোঁয়া
কল্প নাতে ঢাকা পড়ে যায়।
নিবিড় রাত শেষে ভোরের আলো তোমায়
স্পর্শে আলোও যখন ভারি হয়ে যায়।
হয়তো হলেও হতে পারে আমার এ কথা সত্য কিংবা মন্দ বেঁকে যায়।
ছন্দ হীন কবি ছন্দ মেলায়ে যদি তুমিও তখনো আমার আশায়।
উত্তর জেনে যদি কোমল চোখে আমি ভরসা তবু পেয়ে যেতে চাই।


সন্ধ্যার তারা গুলো আর চোখে দেখা যায় না বিরহ আর অহংকারের মতো নিশ্চুপ।


তোমাকে বলছি না আমার সান্নিধ্যে বাঁচতে হবে ফিরে পেতে হবে না!
আমার হৃদয়।
আমি গোপনে তোমার অস্তিত্ব বোধ করেছি।
মঙ্গলবার ১লা কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ, হেমন্ত- কাল