লিখতে চাই না এমন কিছু যা লিখলে রং'য়ের আলতো ক্ষতি হয়।
লিখতে চাই  না তোমায় নিয়ে মন খারাপের স্মৃতি তে আঁকা ফ্যাঁকাসে স্মারক।
দিনের শুরুতে ব্যস্ত হয়ে সব ভুলে গিয়ে ইতি টেনে টুনে যায়।
দিন শেষেই
তবুও যেনো,
তোমার চোখের কোঠর থেকে কালো পাপড়ির নীচ দিয়ে ঠোঁটের আশেপাশে গড়াচ্ছে তোমার নোনা জল।
কল্প লোকে তোমার সুর আঁকছি,
চিত্র হাহাকারেও তোমার কান্নার সুর কিন্তু ভালো।
তবুও না কান্নার রং'য়ে রুক্ষ ক্ষতি হয়!
তচনচ কান্নার স্পর্শে বুক ফাঁটে
কান্না হাসায় না বাঁচতে শেখায়।
অনেক কিছু হারিয়ে জলে ভেসে যাওয়ার পাত্র কখনো মানায় না।
তবুও