রাতের আকাশে ভরপুর আলো জাগা।
বিশ-একুশে বয়স প্রায় কিশোরী চাঁদের আলোর পানে চেয়ে ,
কিশোর তার দিকে মুক্ত আলোয়ানে অপলক দৃষ্টিতে চেয়ে
রাতের চাঁদ বড্ড মায়াবী
সাথে তাঁরাও!
আলো অনটন এর খেলায় একি চর নে ভাসছে কল্পনাতে
দূরের বাতাস বয়ে যাচ্ছিলো
পালমোনারী শিরা তে রক্তে অক্সিজেন প্রবাহ আছে অক্সিজিনেটেড রক্ত বয়ে যাচ্ছে।
হুতোম প্যাঁচার শব্দে কল্পলোকের ভাব চলে যায়।
ছায়া আঁধারে মিলিতো প্রায়ই।
মূল শেষে ভালো হয়ে ফিরবে !
কবে ফিরে যাবো?
কবে চেয়ে থাকা যাবে?
চাঁদের আলো কি সে 'বারের মতো থাকবে?