এই মহাশূন্যের মাঝে যদি কখনো বিচ্ছুরিত আলোর মতোন আমি হারিয়ে যাই?
অনিবার্য বশত কিংবা স্বপ্নে বা কল্পনায় তোমাদের হৃদয়ে আমি এসে পড়ি?  
রন্ধ্রে ঢুকে বিলীন যদি হয়ে পড়ি?  
তখনই কি খরগোশের মতোই আমাকে কেঁড়ে নিবে?  
হৃদয়ের অন্ধকারের ভিতরে যদি অসামাজিক হয়ে পড়ি?
ডান পাশে ছোটো সূর্যমুখীর মতন
আলাপ আলোচনার নীড়ে কিংবা ভুলের ভিতর ভুল সংলাপ এ
আমাকে কি মনে রাখবে তারা?  আমিও শুনেছি মানুষ খুব সম্ভবত ঈশ্বর নন।
আমায় বেঁধে নিও
কেঁড়ে নিতে যেও না স্নিগ্ধতায়  ভুল আমারি
বেদনার্ত শীতল হাতের মাঝে সুখ খিলখিল করে হাঁসি দেয়,
সূর্য বিলীয়মান কুয়াশার ভেতর বাঁধা ফুল তবুও যেন কম্প মান হৃদয়ে আড়চোখ দেখছে।
চোখের কোটায় যেনো চোখের মনি গুলো আমায় টেনে নিচ্ছে।
ভীষণ ভাবে ভুলের ভেতর ভুল সংলাপে মিলিয়ে যেতে বলছে
জানিয়ে দিচ্ছে তারাও মানব এর মতোই
মানবের মতোই তাদের হৃদয়
আর আমি?  
আমি বলছি
আমি যদি হারিয়ে যাই আলোর মতোন?