আলোড়িত মৃদু দোলায় দুলতে দুলতে চলছি,
জমানো ভুল ভুলে হৃদয়ে চোট কেঁটে এগোচ্ছে।
আদলে আমার একুশে  শীর্ষক জমে যাচ্ছে ,
মিলবো কবে শেষ হবে অন্ত খুঁজে বেড়াচ্ছি।


কোটরে লবন চুম্বনের নামে ও ফিরে আাসা যায়
যদি ঠিকানা নাই বা থাকে
মগ্নতা দূর করো।
আলোতে থাকা উজ্জীবিত শক্তির মতো
অন্ধকারে থাকা কালো আবদ্ধ নীড়ের মতো।
অজানা অনেক আলোতে উজ্জ্বল খয়েরী কারুকার্যময় ।


জমানো ভুলে ভরা
কল্পনাতে অবেলা হারিয়েছি।
প্রথম প্রহরে
তরণীর নিশানা উড়িয়ে
উলু ধ্বনির সাথে যাত্রা করে পাড়ি।


মেঘে মেঘে কান্না
সবুজের বিদ্রোহ।
পলাতক কোকিল
ডাকে চারিদিকে ছড়িয়ে পড়ে
পথ হারানোর মাঝে
তার হৃদয় হারিয়ে যায় ,
ভঙ্গুর প্রকৃতির রূপ খুব দেখো আড়ালেই।