পিশাচ রক্তাত হাতে গলা টিপে ধরে,
বিভীষিকার চক্রব্যুহে, সভ্যতার রহস্যমৃত্যু |
ঘনায় কাল রাত, শহর দেখবে এক নতুন সকাল |
সব ভিড় মুছে যাবে, পিচগলা রাস্তায় কাল কাক আওয়াজ শোনায়, আজ এক অন্য দুপুর |
পশ্চিমদিগন্তে লাশের সারি, চেনা সূর্য আজ অস্ত যাবে অচেনা হয়ে |
বাঁকা চাঁদটা আলো দেবে একটুখানি, তেল ফুরিয়ে আসা সাঁঝবাতিটা সেই ইতিহাস লিখবে গুটেনবার্গের ছাপাখানায়, সভ্যতার শেষ কলম দিয়ে |
কালরাত্রিটা শুধু সাক্ষী থাকবে সেদিনের অসমাপ্ত রহস্যের |


©মেঘেঢাকাতারা(অঞ্জন)