দিবানিশি অষ্ট প্রহর
কষ্ট শহর বুকের মধ্যে।
পূর্ণিমাতে অন্ধকার,
যায়না দেখা একটু আলো
মনের মধ্যে।
আমার সুখ গুলো সব
গোমড়া মুখে হাসি সেজে
ভেংচি কাটে।
কষ্ট গুলো প্রখর তাপে
ঘাম ঝরায় শরীর থেকে।
স্বপ্ন গুলো শূন্য ফাঁকা,
ইচ্ছে গুলো ধুধু খাখা।
চেনা চেনা মুখ গুলো সব
উঁকি মারে আরাল থেকে।
তিক্ত রিক্ত এই যে আমি
অচিনপুরের হাতছানি চোখের মধ্যে।
দিবানিশি অষ্ট প্রহর
কষ্ট শহর বুকের মধ্যে।