অঞ্জন ঘোষ রায়ের কবিতা "আশ্রয় হয়ে যাস" রচনা কাল ,২০১৮
-----------------------


শখের দেহ ভেঙে যায়,পাথরকুচি মন ভেঙে যায়
আকাশের পর আকাশ ভেঙে বৃষ্টি এলে,
কিছুক্ষণ মনে হয় ভালো আছি বোধ হয়।
তারপর মনে হয়,নিজের অস্তিত্ব টা আবছা বড্ড।
আমার ইচ্ছে করে তোর পাশে বসে রুগ্ন পায়রা দের গান শোনাই,
সাহস হয় না।
দেখে গেছি শুধু শালিখের ঘুম নষ্ট করে বাসা বানানো,
তারপর অন্ধকার নেমে এসেছে ,
ওরাও বাসায় ঢুকে গেছে
আমি বসেই ছিলাম অন্ধকারে,একা একা।কেউ খোঁজ নিতে আসেনি,
ডাকতে আসেনি,
শুধু মাছ গুলো ঘাই মেরে জল নাড়িয়ে আমাকে ডেকে তুলেছে।
তোকে দেখেছি আগে অনেক বার,
বিনম্র শতকের ভিতর ,
ঘন কালো টানেলের ভিতর জোনাকির মতন করে,
কাছ থেকে দূরে থেকে আড়াল থেকে,
ঠিক তখনি বেলা ফুরিয়ে গেছে
জানাতে পারিনি কাউকে,
নিজেকেও এড়িয়ে গেছি একরকম।
ক্যাকটাস এর মতন স্পষ্ট হয়েও আমি নষ্ট ভীষণ,
উৎসব মুখর জঙ্গলে কান্না পায় আমার।
শিশির এ মেখে যাওয়া শিউলির মধ্যে
যে স্নিগ্ধতার অলংকার বিদ্যমান ,
তার সাথে আর কারো তুলনা করা যায়না। তোর কাছে গেলে আমি কাঁদবো ভীষণ
কেনো? তার কোনো কারণ নেই।
মায়াবীর মতন কবিতার কাছাকাছি থেকে যাস তুই, আশ্রয়ের ছদ্মবেশে।।
© Anjan Ghosh Roy