চ্যাট বক্স
অঞ্জন ঘোষ রায়

চ্যাটবক্স এর দিকে তাকিয়ে থাকলাম
যতক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেইন এর ভিতর স্থির ভাবে,
সমস্ত ফিরতি মানুষ দের মাঝখানে
একটা বেবোধ গ্রহের মতন ।
চ্যাটবক্স জ্বলছে , সেখানে শব্দ নেই,
তারিখ ছাড়া ক্যালেন্ডার এর দিকে
তাকিয়ে আছি যেন, কোনোভাবেই খুঁজে পাচ্ছিনা
পূর্ণিমা অমাবস্যা ছুটির দিন গুলো কবে,
শুধু তাকিয়ে আছি। স্টেশন পেরিয়ে যাচ্ছে,
গাছ গুলো অন্ধকারে দৌড়ে যাচ্ছে,
আমি ঠাঁয় দাড়িয়ে আছি ,
রোদ নেই,নোনাজল আছে, দাড়িয়ে আছি চোখ গুঁজে।
সাবধানে যেতে যেতে অসাবধানে পা পিছলে যায় না
কেনো? চোখ ধাঁধিয়ে গেলে দৃষ্টি মরে যায় না কেন?
আমি তাকিয়ে আছি বিবশ হয়ে, বেবোধ গ্রহের মতন,
তোমাদের কি হাসির খোরাক হয়ে উঠছি আমি??
কবিতা লিখছি বলে!

© অঞ্জন ঘোষ রায় ২০২৫ ,২৫ এপ্রিল