এখানে জমাট ঘুম থাকে না,
একটা মানসিক আশ্রয়ের খোঁজ নিয়ে
মানুষ পৌঁছে যায় অন্য কোনো মানুষের কাছে।
কত কথাই বলা হয়না,সব কথা বলা হয়না,
এটাই তো স্বাভাবিক ছন্দ।
কাঙ্ক্ষিত মানুষের অভাব,বড্ড সহজ বিষয়,
কিন্তু ভাবিয়ে তুলতে সক্ষম ।
চিঠি লেখার দিনকাল বদলেছে,
চিঠির কথা বদলায় না,
প্রেমিক প্রেমিকারা একই ভাষায় কথা বলে,
শব্দ বদলায়।
আকুলতা একই থেকে যায়,
তাকে ডাকতে ইচ্ছে করে,
দূরত্ব কষ্ট দিতে থাকে।
প্রেমিকারা ভিড়ের ভিতর পরিচিত মানুষের মতন
চেনা হয়েও হারিয়ে যায়।
স্বপ্ন আসলে বাস্তবের সংক্ষেপিত রূপ।
এই জীবন অনেক সুন্দর,
মিষ্টি শাস্তির মতন।।


Anjan Ghosh Roy ☀️২০২০