"রাজসাক্ষী - একটি কালো বেড়াল"
©অঞ্জন ঘোষ রায়।


জেলের ভিতর থেকে বেরিয়ে এলো
একটি কালো বিড়াল,
নিঃশব্দে শয়তান গদ্যের মতন,
নখের আঁচড় নির্ঘাত, শিকার লাল।


রাষ্ট্রের মাথার ভিতর অন্ধকারের জ্বর
আরো জাকিয়ে বসেছে,
কনফারেন্স চালিয়ে কোনো লাভ হয়নি তাতে
উদ্ধার হয়নি কোনো লুকোনো বুক পকেট।


সস্তার মদের নেশায় গাছ গুলো সব রাস্তায় শুয়ে,
পাতা মাড়িয়ে যায় একদল নির্ভীক গরীব নাস্তানাবুদ কবি,


মেরুদণ্ড কি ভীষণ তীব্র!


কাগজের নৌকা শুকনো রাস্তায় ধুলো গায়ে নিয়ে স্তূপ হয়ে আছে,


লাশ এর ওজন বইতে পারেনি অনেকেই।
ঠাণ্ডা ঘর থেকে বেরিয়ে এসেছে দু নম্বরী মাছ,
বিক্রি হবে চড়া দামে।


কেউ জানে না অক্ষর গুলো অশ্লীল হলে
পৃথিবীর কতখানি ভালো হবে,


নাগরিকের মুখে বোকা রক্ত উঠে যায়,
ফাঁকা স্যালারি, তারিখের খামে।।


# Anjan Ghosh Roy