স্বপ্নভ্রষ্ট জাত
©Anjan Ghosh Roy


-------------------


একটা স্বপ্নভ্রষ্ট জাত
পরিযায়ী হয়ে উধাও হয়ে গেল
হাড় পাঁজরের নোংরা নগরে।


আমি কি তাকেই মানুষ বলি
যে নিজস্ব প্রতিবেদন জানে না?


যেখানে শ্যাওলা ধরা রাত নেই,
শান্তি - মায়া ঘুম নেই,
উদোম - উন্মাদ কাম নেই
চুম্বনরত ঝিনুকের অস্ফুট ছবি
যেখানে অহেতুক বাতেলা মাত্র!
কিংবা
ঝাউবনে কদর্য শিশির স্নানের শেষে হাওয়া দিলে
শিউরে ওঠার নগদ বিবরণ পাওয়া যায় না।


সেখানে মানুষ থাকে? কোনো প্রজাতি?
আমাকে ভুল পথে ঠেলে দিয়েছে
আমার মোহময় কবিত্বের সত্তা,


কিসের প্রেক্ষাপটে আমি বাঁচার কথা ভাবাই বা ভাবি!
ভিত্তিহীন রদ্দি প্রশ্নের উদ্ভব ঘটে যায় একরকম।


সমস্ত টা এলোচুলা সামুদ্রিক ঝড় এর মতন,
অভ্যেস এর শুরু - শেষের ভিতর ,
ধ্বংস - সৃষ্টির ভিতর,
বয়ে যাওয়া জীবন এক পরিমাপক ।


স্বপ্ন দেখে তার অনুসরণ এর মধ্যে থাকে
একরকম হারিয়ে যাওয়া,
বাস্তবিক ভাবে
স্বপ্ন ভ্রষ্ট জাত এর নির্মেদ বাতুলতা।।


©অঞ্জন ঘোষ রায়