পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ে
পৃথিবীর রং ম্লান হয়ে যায়,
কর্ম ব্যস্ততার অবসান ঘটে
সূর্যের প্রখরতা হারিয়ে যায়।
সূর্য অস্ত যায় ধীরে ধীরে
পাখিরা দলবেঁধে ফিরে নীড়ে।
চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ
সেই সাথে হারিয়ে যায় একটি সাঁঝ।