অসংলগ্ন কিছু আশা, ভুলে যাওয়া ভালোবাসা
বুকের ব্যথার ধোঁয়ায়, ফানুস উড়ছে হাওয়ায়
একলা আমি বসে, পুরোনো সেই তক্তপোসে
ভাবছি কেবল, রাস্তা কি আছে ফেরার?


অমনি ঝড়ঝরিয়ে, নামে বৃষ্টি দেওয়াল গড়িয়ে
ব্যস্ত আমি ছুটে যায়, দখিনের সেই জানালায়
স্মৃতিগুলো ভিড় করেআসে,বৃষ্টিভেজা মাটির সুবাসে
অবসন্ন মন, ভুলে যায় রাস্তা ফেরার....


এগিয়ে চলি আমি, ধরে পুরোনো সেই দালান বাড়ি
বৃষ্টিভেজা স্যাদা গন্ধে, তোমার কোলে নেমেছিল আমার সন্ধে
ভুলতে পারি নি সে নেশা, এমনি কি হয় ভালোবাসা?
প্রশ্ন এলো,তবে করি না আর উত্তরের আশা.....


এগিয়ে চললাম আরো, আছে বহু স্মৃতি দেখারও
কাটিয়ে চললাম এক এক করে,বহু স্বপ্নের রাস্তা ধরে
মনে এলো তার প্রথম দৃষ্টি, বৃষ্টি ভেজা চুলের অনাসৃষ্টি
ধুক পুক করে উঠলো মন, ফিরলো হুশ অকারণ....


বৃষ্টি ফোটার অমোঘ নেশায়, ঝড়তে থাকা ভালোবাসায়
প্রশ্ন ভুলে নতুন করে, বৃদ্ধ মনের অগোচরে
ডাক পাঠালো সাথে সাথে, লেখা তাতে, কাঁচা হাতে
"এবার শুধু সন্তর্পনে, থাকবে তুমি মনের কোণে...."


©অঙ্কিত বিশ্বাস (০৯.১০.২০১৭)