একাকীত্বের গভীরে হারিয়ে গেছিলো সে।
প্রতিটা মুহূর্তে তলিয়ে যাচ্ছিল,
একরাশ চোরাবালির আঁধারে।।
উদ্ধার কার্যে আসা
সে, ছিল অক্ষমতায় ভরা।
অকর্মণ্য নয়, তবে
পরিপূর্ণতার অভাব বলা যেতে পারে।।
তার অক্ষমতার শিকার হতে হতে
একরাশ প্রশ্ন ছুঁড়ে ছিল সে,
“একাধিক বার একই বেদনাদায়ক আচরণ কে
কি বলা যেতে পারে।।
অভ্যাস না ভুল?"