তখন সম্পর্কের শুরু
দিনের পর দিন কেমন যানো;
গভীর থেকে গভীরতমর পথে,
এগুছিল ধীরে ধীরে।
শুরু হয়ে গেছিলো
মনের আনাগোনা।।


ভাবিনী কোনোদিন সম্পর্কটাকে নিয়ে;
আর ভাবতেও চাইনি।
সব কিছুটা জড়িয়ে যাচ্ছিল;
চোখের সামনে,
একটা দুর্বলতার পাঁকে।।


হঠাৎ একদিন চেয়ে দেখি,
গোলাপের পাপড়ি;
পরিণত হয়েছে মস্ত বাগানে,
আর সেই বাগানের পাহারাদার ছিল সে।।


দুটো অক্লান্ত পটলচেরা চোখ,
আর ঠোঁটের কোনায় একটা মিষ্টি হাসি।।


চাওয়ার তো ছিল না কিছুই,
শুধু একটা মালিকানা;
আর একটা স্বীকৃতি।।


                                                 -অঙ্কুর সরকার