রাতের আকাশ,
          স্নিগ্ধ বাতাস,
     আলোকিত চাঁদের জ্যোৎস্নায়।
          আজ তারারা
          দিয়েছে পাড়ি,
       মিলন তিথির পূর্ণিমায়।।


          চাঁদের বুড়ি
          বুনছে দড়ি,
       কালপুরুষের প্রেক্ষাপট।
          আজব খেলা
          তারার মেলা,
       আসছে যেন সন্নিকট।।


         আর চোখে আজ
         চেয়ে আছি দেখ,
       খামখেয়ালির ভাবনা তে।
          এমন সখা
          পাব কোথা,
       সাতজনমের সাধনাতে??


          উহ্য গগন,
        চেয়ে আছে মন,
      একটি তারার সন্ধানে।।


                                -অঙ্কুর সরকার