দুম করে হারিয়ে যাওয়ার কথা কোনো দিন বলোনা,
আমার ভয় করে, যদি তোমার গতিবেগ আমি  ছুঁতে না পারি।
আমি ক্লান্ত পাখিদের ভিরে উড়ে যাই, নীড় খুঁজি তোমার কোলে।
ঠোঁটে "ভালোবাসি" বলার শক্তি নিয়ে প্রত্যকদিন  হকার-ই করি
ট্রামে বাসে রেল স্টেশনে,কিন্তু হারাতে চাই না তোমাকে।
দুম করে কোনোদিন মেঘে উড়ে যেওনা ভয় করে,
যদি তোমার সাথে তেপান্তরে ভেসে যেতে না পারি।
আমি চাই তুমি বৃষ্টি হও, টর্পেডো হয়ে নিয়ে যাও
আমায় তোমার সাথে কোনো এক অজানা দেশে আত্মগোপনে
অথবা তুমি গল্প হও যাযাবরের লোককথার, যা পড়ে শিক্ষা
নেবে নব্য প্রেমিক-প্রেমিকার মহলে।
আবারও বলছি দুম করে কোনোদিন সমুদ্র হয়ে যেও না,
সাঁতার জানিনা বলে ভয় করে,যদি তোলিয়ে যেতে হয় আটলান্টিসের মতন করে।
হাঁস হয়ে জন্ম নেব আবার, তুমি পালন করবে আমাকে,
সকালে পুকুরে যাব গুগলি খেতে রাতে ফিরবো তোমার উনুনে ,
হাসনুহানা হব এই বার তোমার উঠান কোনে,
ভরিয়ে দেব তোমার ঘর সুবাসে গোপনে ওগো গোপনে
তাই চলে যাওয়া নিয়ে ঠাট্টা তামাশা করোনা আামার ভয় করে
যদি তোমার গতিবেগ আমি ছুঁতে না পারি।