কে বলেছে আমার কোনো বন্ধু নেই?
বাড়ির কারনিসে শুয়ে-বসে থাকা বিড়ালটি ও আমায়
মিয়াও বলে ডাকে।
আমিও তাকে মিয়াও  বলি।
কে বলেছে আমার কোনো বন্ধু নেই?
দেওয়ালে ঝুলে থাকা  ঘড়িটিও আমায়
টিক টিক বলে ডাকে।
আমি তাকে চুপটি করে বসো বলি।
কিন্তু সে ডেকে চলে অবিশ্রাম
আমার তার ডাক ভালো লাগে।
কে বলেছে আমার কোনো বন্ধু নেই?
যাদবপুরের মাঠে নামা যত পরীরা
আমায় অশ্রু বলে ডাকে।
তোমার কতটা আমি
আমার কতটা তুমি তাঁরা বোঝেনা।
কে বলেছে আমার কোনো বন্ধু নেই?
সময় আমায় নদী বলে ডাকে,
আমি তাকে পাগলাঝোরা বলি।
জলপ্রপাতে ঝড়ে পড়া যত নুড়ি কে
আমি জীবন বলে চিনি ।
কে বলেছে আমার কোনো বন্ধু নেই?