মাঝে সাঝে তো ফোনও করতে পারো।
ইচ্ছে হয়নাকো!  থাক! করোনা!
তুমি তো মেঘেদের ফোন করো
তারা তোমাকে সঙ্গ দেয়ে
পথে পথে হাটে পাশাপাশি।
আমায় কেন করবে ফোন?
পাহাড় হয়েছে তোমার মনে
কথার 'পর কথা জমে জমে
একবেলায় হিমবাহ গড়ে উঠবে তাতে।
তার পর তিস্তার মতন হবে দুঃখ খরস্রোতা
তোমার চোখের কোনা দিয়ে
অশ্রু হয়ে ঝোড়ে পড়বে।
বলো, আমায় কেন করবে তুমি ফোন?
পাছে যদি তোমার পাহাড় কেড়েনি।


এই কবিতাটি অমৃতা কে দিলাম।