আমার কিংবা তোমার অথবা আমার বলে কিছু নেই।
তোমার কাছে এক টুকরো লাল সূর্য থাকলেও সেটি আমার,
আমার কাছে একটুখানি গোধূলি থাকলেও ওটা তোমার,
তোমার কাছে পৃথিবীর গোটা আকাশ থাকলে আমি ওটারও মালিক,
আবার আমার মেঘ বাহন থাকলে ওটার চালক ও তুমি।
আমার অভিমান ভর্তি মনের হিমালয় তোমার তৈরি,
আবার তোমার চোখের কোনায় বিচ্ছেদের গঙ্গা আমারই তৈরি,
আমার স্বপ্নে যত সমুদ্র হয়  তুমি ওতেই ভাসো
তোমার ঠোঁটের কোনে মুচকি হাসি আমার জন্যে যত
তোমার বাড়ির দেওয়াল ঘড়ি, বাগানে আকন্দ ফুল,
চিল ছাতের ঘর,নিম গাছের পেঁচা, খাটে ধরা ঘুণ,
নিরমা দিয়ে ধোঁয়া নীল সালওয়ার, দুই জোরা চপ্পল
যদি আমার হয়।
গোটা আমি, আমার অভ্যাস-বদ অভ্যাস তোমার।